অভিনেতা মেল গিবসন। ইতিহাস ও সিনেমা বিষয়ে যাদের প্রবল আগ্রহ তাদের কাছে অতি পরিচিত মুখ তিনি। কারণ, মেল গিবসনের সেরা ছবিগুলোর অধিকাংশই ইতিহাসভিত্তিক। তিনি হলিউডের অত্যন্ত মেধাবী এবং চৌকষ চলচ্চিত্র শিল্পী। একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক। একসময় হলিউডের সবচেয়ে আকর্ষণীয় ও ক্ষমতাধর ব্যাক্তিদের তালিকায় প্রথম ছিলেন।
বিখ্যাত এই অভিনেতার সঙ্গে হলিউডের সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। সিনেমার নাম ‘বনইয়ার্ড’ । ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বনইয়ার্ড’।
তবে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না—জানিয়েছেন মিলন। আমেরিকা থেকে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি।
অভিনেতা মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় ছবি। এটি প্রযোজনা করেছে লায়ন্স গেট। তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল আগে থেকে।
তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছি। যার কারণে ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। আমি দেশে থাকার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নইলে আরো বিস্তারিত জানাতে পারতাম।
’
আনিসুর রহমান মিলন আরো বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে দেখবেন, মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার। ছবিটির গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। আমি তাঁকে নানাভাবে সাহায্য করি।
দর্শকদের ছবিটি ভালো লাগবে।’